নয়াদিল্লি, ২৮ মার্চ, (হি.স.) : জয়শঙ্করের মালয়েশিয়া সফর উন্নত কৌশলগত অংশীদারিত্বের বিকাশ ঘটিয়েছে, বৃহস্পতিবার জয়শঙ্করের মালেশিয়া সফর প্রসঙ্গে একথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। ২৭-২৮ মার্চ মালয়েশিয়া সফরে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফর প্রসঙ্গে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে যে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের মালয়েশিয়ায় দুদিনের সফরের ফলে মালেয়েশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠকগুলি দ্বিপাক্ষিক উন্নত কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করার সুযোগ করে দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে জয়শঙ্কর ২৭-২৮ মার্চ মালয়েশিয়ায় একটি সরকারি সফর করেছিলেন। এই সফরে এস জয়শঙ্কর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার বিন ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছাও জানান।