নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ আবারো ডাইনি অপবাদে নিরীহ মহিলাকে নির্যাতনের ঘটনা ঘটল এরাজ্যে৷ এবারের ঘটনা শনিবার সিধাই থানাধীন উড়াবাড়ী গ্রামে৷ নির্যাতিতার নাম শুভলক্ষ্মী দেববর্মা৷ সন্ধ্যায় নির্যাতিতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ৷
রাজ্যে হামেসাই উপজাতি মহল্লাগুলিতে নিরীহ মহিলার উপর ডাইনি অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়৷ যাতে নারী পুরুষ একত্রে ভাগ নেয়৷ পূর্ব হেজামারা ব্লকের পূর্ব নোয়াগাঁও গ্রামের শুভলক্ষ্মী দুই সন্তান ও স্বামী নিয়ে সুখের ঘর বেঁধেছিলেন৷ সম্প্রতি পাশের গ্রামের শম্ভু দেববর্মার মেয়ে সোমা দেববর্মা অসুস্থ হয়ে পড়ে৷ আর তাঁর গোঁটা দোষ পড়ে শুভলক্ষির ঘাড়ে৷ শম্ভুর পরিবার সহ গোঁটা গ্রাম শুভলক্ষ্মীকে ডাইনি আখ্যাদিয়ে তাঁর উপর মানসিক নির্যাতন শুরু করে৷ গ্রামেই হয় সালিশীসভা৷ সভায় তাঁকে গালি গালাজ ও নির্যাতন করা হয়৷ আজ সকালে শুভলক্ষ্মী থানায় গিয়ে বিষয়টি পুলিশে জানায়৷ এরপর সে বাড়ী ফিরতেই গ্রামের মানুষ তাকে প্রচন্ড মারধোর করে৷ ঘনটাস্থলে যায় সিধাই থানার পুলিশ৷ বেলা তখন প্রায় দুইটা৷ গ্রামের মানুষের দাবি শুভলক্ষ্মী লিখিত দিতে হবে সে ডাইনি এবং দেহ থেকে তার আত্মা বার করতে হবে তার নিজেরই৷ কিন্তু এতে রাজি ছিলনা নির্যাতিতা পরিবার শুভলক্ষ্মী বাঁচাতে এসে ছেলে সমন দেববর্মা মেয়ে ও স্বামী এবং গ্রামবাসীর নির্যাতনের শিকার হয়েছে৷ ঘটনাস্থলে যায় এসডিপিও রাজদীপ দেব ও টিএসআর৷ কিন্তু কোন ভাবেই নির্যাতিতাকে ঘটনাস্থল থেকে আনতে দিচ্ছিলনা গ্রামবাসী৷ অবশেষে দিনভর মানুষ রূপ নরপিশাচদের কথায় সন্ধ্যায় পর মুচলেকা দেওয়ার পরই রেহাই পায় নির্যাতিতা৷