নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.) : জেল থেকে কেজরিওয়ালের সরকার চালানো একদমই উচিত নয়, মঙ্গলবার এই মন্তব্য করেন দিল্লি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাঁসুরি স্বরাজ। তিনি এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, অরবিন্দ কেজরিওয়ালের জেল থেকে সরকার চালানো দিল্লির জনগণের জন্য মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি এদিন আরও বলেন, আমি অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসা করতে চাই ওঁর বিবেক কি ঘুমিয়ে আছে ? নৈতিকভাবে আপনার উচিত মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা।
দিল্লি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাঁসুরি স্বরাজ মঙ্গলবার কেজরিওয়ালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে আরও বলেন, এএপি দল মিথ্যা সহানুভূতি আদায় করতে সাংবাদিক সম্মেলন করছে।

