রেশমবাগানে জাতীয় সড়কে চলন্ত গাড়িতে অগ্ণিকান্ড

FIRE CARনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ আসাম-আগরতলা জাতীয় সড়কে আগরতলা শহর সংলগ্ণ রেশম বাগান এলাকায় শনিবার সকালে একটি চলন্ত গাড়িতে অগ্ণিকান্ড সংগঠিত হয়েছে৷ শর্টসার্কিটের ফলে গাড়িটির ইঞ্জিনে আগুন ধরে যায় বলে আশঙ্কা৷ গাড়িটির নম্বর টিআর-০১-এইচ-০৪৬১৷ অল্টো গাড়িটি দ্রুতবেগে চলার সময় এই অগ্ণিকান্ডের ঘটনা ঘটে৷ গাড়িতে চালক সহ তিনজন ছিলেন৷ আগুন লাগার পরপরই তারা গাড়ি থেকে নেমে আত্মরক্ষা করেন৷ গাড়িতে অগ্ণিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ছুটে যায়৷ তারা আগুন নেভানোর চেষ্টা করে৷ অবশ্য ততক্ষনে গাড়িটি প্রায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
এটি যে একটি আকস্মিক অগ্ণিকান্ডের ঘটনা তাও নিশ্চিত করেছে পুলিশ৷ এর পেছনে নাশকতার কোন সম্ভাবনা খারিজ করা দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *