নয়াদিল্লি, ২৫ মার্চ (হি. স.) : সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে হোলি উৎসব। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সামিল হয়েছেন এই রংয়ের উৎসবে। এই উপলক্ষে এক্স হ্যাণ্ডেলে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
তিনি লেখেন, দেশবাসীকে হোলি উৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্প্রীতির মেলবন্ধনের এই উৎসব সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। রংয়ের এই উৎসবের মাধ্যমে দেশবাসীর মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হোক, এই কামনা রইল। সকলে ভালোভাবে উৎসব পালন করুন।