আগরতলা, ২৫ মার্চ : নাবালিকা অপহরণ কান্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার কাঞ্চনপুরের এক যুবক। গতকাল গুজরাটর আমেদাবাদের করোরটাকোলা থানা এলাকা থেকে নাবালিকা সহ অপহরণকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত বছরের ডিসেম্বর মাসের ১৮ তারিখ কৈলাশহর মহিলা থানায় নাবালিকার পিতা একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করে বলেছিলেন, তাঁর নাবালিকাকে ডিসেম্বর মাসের ১৮ তারিখ কাঞ্চনপুর এলাকার এক যুবক অপহরণ করে নিয়ে গেছে। এরপর কৈলাশহর মহিলা থানার পুলিশ ওই নাবালিকার পিতার অভিযোগ মূলে মামলাটি দায়ের করে। মামলাটি নথিভুক্ত হওয়ার পর বৈজ্ঞানিক প্রযুক্তিতে এবং সাইবার ক্রাইমের মাধ্যমে ট্রেক করে পুলিশ, বারবার ট্রেক করার পর ওই নাবালিকা এবং অভিযুক্ত যুবকের সন্ধান পায় পুলিশ। পরবর্তীকালে গুজরাট রাজ্যে ছুটে যায় এবং সেখানে আমেদাবাদ এলাকার একটি থানাতে তাঁদের গ্রেফতার করে নিয়ে আসে গুজরাট পুলিশের সহযোগিতায় কৈলাশহর মহিলা থানার পুলিশ। রবিবার অভিযুক্ত যুবক ও ওই নাবালিকাটিকে কৈলাশহর মহিলা থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাঁরা কৈলাশহর মহিলা থানার হেফাজতে রয়েছে। আগামীকাল অভিযুক্ত যুবকটিকে কৈলাশহর মহিলা থানা থেকে কৈলাশহর দায়রা আদালতে প্রেরণ করা হবে।