আলিপুরদুয়ার, ২৩ মার্চ (হি. স.) : আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ব্যাঙকান্দি এলাকায় লরি ও যাত্রীবোঝাই সাফারি গাড়ির সংঘর্ষে আহত বেশকয়েকজন ।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ।
জানা গিয়েছে, শনিবার সকালে যাত্রীবোঝাই সাফারি গাড়িটি বীরপাড়া থেকে জটেশ্বরের দিকে যাচ্ছিল। অপরদিকে একটি লরি বীরপাড়ার দিকে যাচ্ছিল।ব্যাঙকান্দি এলাকায় লরির সঙ্গে সাফারির গাড়ির সংঘর্ষ হয়।এর জেরে সাফারি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে য়ায়। ঘটনায় আহত হন বেশকয়েকজন যাত্রী। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে।খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়।আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

