বিজেপিতে যোগ দিলেন এপিসিসির অন্যতম মুখপাত্র এবং ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি সমরজিৎ

বোকাজানের প্রাক্তন বিধায়ক ক্লেংদং ইংতিও হাত ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন

গুয়াহাটি২২ মাৰ্চ (হি.স.) : লোকসভা নির্বাচনের মুখে ডিমা হাসাও জেলা কংগ্রেসের জন্য এক বড়সড় ধাক্কা। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগদান করলেন অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র এবং ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি সমরজিৎ হাফলংবার।

দিন-কয়েক আগে শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি পদ থেকে সমরজিৎ হাফলংবার সরে দাঁড়ালেও এতদিন তিনি কংগ্রেস ছাড়েননি। কিন্তু ১৯ মার্চ ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি ও অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র এবং কংগ্রেসের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়েছেন তিনি।

ওইদিন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার কাছে পদত্যাগপত্র পাঠিয়ে আজ শুক্রবার গুয়াহাটিতে বিজেপির প্রদেশ কার্যালয়ে অসম প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতা, মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া, সাংসদ (রাজ্যসভা) পবিত্র মার্ঘেরিটা, বিধায়ক বিদ্যাসিং ইংলেং, দরসিং রংহাং, কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য তুলিরাম রংহাং, কার্বি আংলং স্বশাসিত পরিষদের সদস্য তথা ডিফু লোকসভা আসনে বিজেপি প্রার্থী অমরসিং টিসু সহ বিজেপির প্রদেশ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে প্রাক্তন বিধায়ক তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য সমরজিৎ হাফলংবার বিজেপিতে যোগদান করেছেন। তাছাড়া বোকাজানের প্রাক্তন বিধায়ক ক্লেংদং ইংতিও শুক্রবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

এদিকে সমরজিৎ হাফলংবার প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা, কংগ্রেসের কয়েকজন নেতার কাজকর্মের কঠোর সমালোচনা করে বলেন, এই সব কংগ্রেস নেতাদের জন্যই এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *