পৃষ্ঠাপ্রমুখ‌রাই ভারতীয় জনতা পার্টির মূল শক্তি, বুথস্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁদের অবদান অপরিসীম : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ মার্চ : পৃষ্ঠাপ্রমুখ‌রাই ভারতীয় জনতা পার্টির মূল শক্তি। বুথস্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁদের অবদান অপরিসীম। আজ ২৮- তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে আয়োজিত পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন, মোদী মানেই উন্নয়নের গ্যারান্টি। তাই আমাদের কর্তব্য লোকসভা নির্বাচনে ত্রিপুরায় দুইটি আসনে বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করা। তার জন্য আমাদের প্রত্যেক বুথে জয়লাভ করতে হবে।

তাঁর কটাক্ষ, পৃষ্ঠাপ্রমুখের মানে বুঝতে বুঝতে রাজ্যে সিপিএমের জমানা শেষ হয়ে গিয়েছে। বিগত সরকারের আমলে নির্বাচনের পর ত্রিপুরায় আতঙ্কের পরিবেশ বিরাজ করত। সিপিএম ত্রিপুরায় ২৫ বছর খুন, সন্ত্রাসের রাজনীতি করে গিয়েছিল। সিপিএমের আমলে তেলিয়ামুড়ায় অনেক কর্মীর খুন হয়েছে। আজ রাজ্যের কংগ্রেসের ঘর থেকে সিপিএমের পতাকা এবং সিপিএমের ঘর থেকে কংগ্রেসের পতাকা বের হয়। আজ বামগ্রেসের অশুভ শক্তির জোট হয়েছে। তা অত্যন্ত দুঃখের বিষয়।

এদিন তিনি প্রত্যয়ের সুরে বলেন, আজ কার্যকর্তাদের ব্যাপক উৎসাহ দেখে তিনি নিশ্চিত যে আগের থেকে আরও বেশি শক্তি নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে জয়লাভ করতে চলেছে বিজেপি।