মুম্বই, ১৭ মার্চ (হি. স.) : আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং জোটের দলগুলিই জিতবে, রবিবার এই মন্তব্য করেন কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডে। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডে এদিন আরও বলেন, “আইএনডিআই” জোটের এদিন সমাবেশে নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেজন্যই এই জোটের সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ হবে। সেইসঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং জোটের দলগুলিই জিতবে।

