খোয়াই তহশীল কাছারির নতুন ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৫ মার্চ: খোয়াই রাজস্ব মৌজার অধীন খোয়াই তহশীল কাছারির নতুন ভবনের উদ্বোধন হয়েছে আজ।  নবনির্মিত তহশীল ভবনের দ্বারোদ্ঘাটন করেছেন জেলা শাসক ও সমাহর্তা চান্দনী চন্দ্রন।এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা ম্যাজিস্ট্রেট মেঘা জৈন।

রাজস্ব দপ্তরের অর্থানুকূল্যে তহশীল কাছারি বিল্ডিংটি নির্মিত হয়েছে। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে মোট ত্রিশ লক্ষ টাকা। এটি নির্মাণ করে দিয়েছে পূর্ত দপ্তরের সড়ক ও বিল্ডিং বিভাগ।

তহশীল কাছারির নতুন ভবনটি গড়ে উঠেছে খোয়াই মহকুমার প্রধান ডাকঘরের সন্নিহিত স্থানে।তহশীল কাছারির আগের অস্থায়ী কার্য্যালয়টিও এই স্থানে অবস্থিত ছিল।