অযোধ্যা, ১৪ মার্চ (হি.স.): রামনগরী অযোধ্যায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যাধামে ১,০৯০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বিরাট কিষাণ মেলা ও কৃষি প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
যোগী আদিত্যনাথ এদিন উত্তর প্রদেশের জনগণকে আশ্বস্ত করে বলেছেন, ডাবল ইঞ্জিন সরকার উন্নয়ন, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য কাজ করতে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী যোগীর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত, বিকশিত উত্তর প্রদেশের দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য উত্তর প্রদেশের বিকাশ প্রয়োজন, অযোধ্যার বিকাশ প্রয়োজন। মুখ্যমন্ত্রী বলেছেন, “অযোধ্যায় যে কাজ হয়েছে তা কংগ্রেস এবং সমাজবাদী পার্টি করতে পারেনি এবং তাই সবাই বলছে ‘ফির এক বার মোদী সরকার’। আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করছি, ডাবল ইঞ্জিন সরকার জনগণের উন্নয়ন, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য কাজ করতে বদ্ধপরিকর এবং জনগণের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করব।”

