শিলিগুড়ি, ১৩ মার্চ (হি.স.) : ‘অর্জুন তো এখনও বিজেপি-র সাংসদ।’ শিলিগুড়ির উত্তরকন্যায় প্রসাশনিক সভায় প্রশ্নের উত্তরে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল নেত্রী আরও বলেন, ‘যারা তৃণমূলকে ভালোবেসে এসেছে, দলকে ভালোবেসেছে, যারা দলের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকেছে, সকলে মিলে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তৃণমূল অনেক বড় পরিবার। যেখানে যে যোগ্য, তার নিরিখেই প্রার্থী করা হয়েছে।’
প্রসঙ্গত, লোকসভায় ব্যারাকপুর থেকে টিকিট না পেয়ে ক্ষুব্ধ অর্জুন সিং।মঙ্গলবার তাঁর দলীয় অফিস থেকে সরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের যাবতীয় ছবি। বুধবার অর্জুন ঘোষণা করেছেন, তিনি ব্যারাকপুর থেকেই লড়বেন। তবে কোন দলে তা স্পষ্ট করেননি। এই বিষয়ে শিলিগুড়ির উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, বিজেপি থেকে তৃণমূলে আসা অনেকেই এবার লোকসভায় টিকিট পেয়েছেন। তাহলে অর্জুন কেন ব্রাত্য? মুখ্যমন্ত্রী বলেন, ‘অর্জুন তো এখনও বিজেপির সাংসদ। বিজেপির সাংসদ পদ ছাড়েনি সে। এখনও বিজেপির টিকিয়ে জয়ী হয়েই রয়েছে। ও কোন দলে দাঁড়াবে, তা ঠিক করার স্বাধীনতা ওর।’

