কর্নেল সি কে নাইডু ট্রফি জয়ের লক্ষ্যে কর্ণাটক, রানার্স উত্তর প্রদেশ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে কর্ণাটক। কর্নেল সি কে নাইডু ট্রফিতে কর্ণাটক চ্যাম্পিয়নের পথ যথেষ্ট প্রশস্ত করে নিয়েছে। আগামীকাল তারই ঘোষণা হতে চলেছে। ফাইনালে প্রতিপক্ষ উত্তর প্রদেশ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্নেল সি কে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ ক্রিকেটের খেতাবি লড়াইয়ে কর্ণাটক কিছুতেই ঝুঁকি নিতে নারাজ। উত্তরপ্রদেশের হাতে দ্বিতীয় ইনিংসের ব্যাট তুলে দেবে কিনা সেটাই সন্দেহ। কর্ণাটক এই মুহূর্তে ৬৬৩ রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ইনিংসে খেলায় শিবিরে এখনও পাঁচ উইকেট বর্তমান। চার দিনের ম্যাচ আগামীকাল অন্তিম দিন। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে কর্ণাটক ৩৫৮ রান সংগ্রহ করলে জবাবে উত্তরপ্রদেশের প্রথম ইনিংস ১৪৯ রানে থেমে যেতেই ম্যাচ কর্নাটকের করায়ত্তে চলে আসে। ২১৯ রানে লিড নিয়ে কর্ণাটক দ্বিতীয় ইনিংসে আরও যেন ব্যাটের আস্ফালন দেখায়। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ১২১ ওভার খেলে ৫ উইকেটে কর্ণাটক ৪৪৪ রান সংগ্রহ করেছে। ওপেনার ম্যাকনিল ৭৯ রানে এবং প্রকার ৮৬ রানে আউট হলেও অনীশ ১৭১ রানে, সঙ্গে ক্রুথিক কৃষ্ণ ৩৪ রানে উইকেটে রয়েছেন। ‌ উল্লেখ্য, এবার-ই প্রথম কর্ণাটক কর্নেল সি কে নাইডু ট্রফির ফাইনালে উঠে এসেছে এবং চ্যাম্পিয়ন এর দোরগোড়ায় পৌঁছেছে। উত্তর প্রদেশও এবার ই প্রথম ফাইনালে খেলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *