ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফুটবল মাঠেও যে ছেলেরা আসে তার একটা প্রমাণ মিলেছে এখন। জাতীয় আসরের জন্য রাজ্য দল গঠিত হবে একটি। সেস্হলে শিবিরে এত সংখ্যক ফুটবলার শামিল হয়েছে, তা যেন চারটি দল গঠনের সমতুল্য। আগামী মাসেই ছত্তিশগড়ে অনুষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উদ্যোগে অনুর্ধ ২০ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। জাতীয় স্তরের এই ফুটবল আসরে অংশ নেবে ত্রিপুরা। সেই লক্ষ্যে চূড়ান্ত রাজ্য দল গঠন করতে প্রস্তুতিতে নেমে পড়েছে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন। রবিবার এমনটাই দেখা গেল আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে। রাজ্য দল গঠন করতে এদিন থেকে শুরু হলো দল গঠনের প্রাথমিক শিবির। শিবিরের প্রথম দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৮০ জন ফুটবলার অংশ নেয়। সোমবারে সংখ্যাটা আরও বেড়েছে। আরও বাড়বে বলে দাবি শিবিরে প্রশিক্ষকের দায়িত্বে থাকা প্রশিক্ষকরা। এই দল নির্বাচনী শিবির থেকে বাছাই করা ফুটবলারদের নিয়ে চলতি মাসের শেষ দিকেই অনুষ্ঠিত হবে স্বল্পমেয়াদী শিবির। চূড়ান্ত প্রস্তুতির পর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রাজ্য দল ছত্তিশগড়ের উদ্দেশ্যে আগরতলা ত্যাগ করবে। সাফল্যের লক্ষ্যে একটি ব্যালেন্সড দল গড়ার প্রয়াস রয়েছে কোচদের।
2024-03-11

