জলপাইগুড়ির হিমঘরে অ্যামোনিয়া গ্যাসে মৃত ১, অসুস্থ আরও ৩

জলপাইগুড়ি, ৯ মার্চ (হি.স.) : হিমঘর থেকে লিক হওয়া বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে ঝলসে মৃত্যু হল এক টেকনিশিয়ানের। জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত বেরুবাড়ির ঘুঘুডাঙা এলাকার ঘটনা।

প্রাথমিক ভাবে ধারণা, জনতা হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করাতেই বিপত্তি। মৃত টেকনিশিয়ানের নাম কুতুবউদ্দিন শেখ। বাড়ি উত্তর ২৪ পরগনায়।

শনিবার সকাল আটটা নাগাদ দমকল বাহিনীর কাছে খবর আসে, ঘুঘুডাঙা এলাকায় অবস্থিত জনতা হিমঘর থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক হচ্ছে। খবর পেয়েই দ্রুত জলপাইগুড়ি থেকে ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন। পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। খবর ছড়াতেই হিমঘর থেকে গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।

প্রশাসন সূত্রে খবর, হলদিবাড়ি, জলপাইগুড়ি থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি সঞ্জয় দত্ত জানান, এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হিমঘরের টেকনিশিয়ানরা ভিতরে নির্গমন বন্ধ করতে করতে পেরেছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু তার পরেই ওই টেকনিশিয়ানের মৃত্যুর কথা জানা যায়।

শোনা যায়, তিনি আজ পাইপে উঠে কাজ শুরু করেছিলেন। হঠাৎ পাইপ ফেটে যায়, প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে আসে। সেই গ্যাসেই ঝলসে মারা যান তিনি। ঘটনায় আহত আরও তিন জন। পরে এনডিআরএফ দল এসে গ্যাস নির্গমন বন্ধ করে বলে পুলিশ সূত্রে খবর।