নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): সংস্কৃত ভাষা আমাদের বিশাল ভূখণ্ডের বৈচিত্র্যকে ঐক্যের সুতোয় বেঁধেছে, বৃহস্পতিবার এই মন্তব্য করেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। তিনি এদিন কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশ নিয়ে একথা বলেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি সেরা শিক্ষার্থীদের মেডেল প্রদান করেন। এই অনুষ্ঠানে ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, ভারতীয় সংস্কৃতির প্রতি গর্বের অনুভূতি আমাদের জাতীয় চেতনার ভিত্তি। নিজের দেশের সমৃদ্ধ সংস্কৃতি উপলব্ধি করা একটি গর্বের অনুভূতি জাগিয়ে তোলে। আমাদের সংস্কৃতির ঐতিহ্য সংস্কৃত ভাষায় সংরক্ষিত আছে। অতএব, সংস্কৃত ভাষায় উপলব্ধ সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেওয়া দেশের জন্য একটি সেবা। অনেক ভারতীয় ভাষা সংস্কৃত শব্দভান্ডারের ফলে সমৃদ্ধ হয়েছে এবং সেই ভাষাগুলি বিভিন্ন অঞ্চল ও রাজ্যে বিকশিত হয়েছে। সংস্কৃত শুধু দেবভাষা নয়, সাধারণ মানুষের ভাষাও বটে। রাষ্ট্রপতি বলেন, যে ভাষায় গার্গী, মৈত্রেয়ী, অপালা ও লোপামুদ্রার মতো মহিলা পণ্ডিতরা জ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন সেই ভাষায় মহিলাদের অংশগ্রহণ সর্বাধিক হওয়া উচিত। আজকের সমাবর্তনে স্বর্ণপদক বিজয়ীদের মধ্যে ছেলে ও মেয়ের সংখ্যা প্রায় সমান সংখ্যক ছিল বলে তিনি আনন্দ প্রকাশ করেন। তিনি কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে মহিলাদের ক্ষমতায়নের জন্য প্রশংসা করেন।
রাষ্ট্রপতি বলেন, সংস্কৃত ভাষায় আধ্যাত্মিকতা ও নৈতিকতার উপর অসংখ্য চমৎকার কাজ পাওয়া যায়। প্রাচীনকালে আচার্যদের দেওয়া জ্ঞান আজও প্রাসঙ্গিক এবং সর্বদা কাজে লাগবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সত্য কথা বলা, নৈতিক আচরণ করা, স্ব-অধ্যয়নে গাফিলতি না করা, কর্তব্য থেকে বিমুখ না হওয়া এবং সৎকাজের প্রতি সচেতন হওয়াই তোমাদের সংকল্প হওয়া উচিত। এতে করে তোমরা তোমাদের মেধার প্রতি সুবিচার করতে পারবে এবং সঠিক দায়িত্ব পালনে সফল হবে।

