সারা রাজ্যের সাথে কৈলাসহরে শান্তিপূর্নভাবে সম্পূর্ন উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা

 নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ মার্চ: রাজ্যের অন্যান্য স্থানের সাথে কৈলাসহরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। শুক্রবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে শুক্রবার দুপুর বারোটা থেকে শুরু হয়েছে কৈলাসহর রাধা কিশোর ইনস্টিটিউশনে উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষা শুরু হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পূর্ন হয়েছে  কৈলাসহর রাধাকিশোর ইনস্টিটিউশনে।

 কৈলাসহর রাধাকিশোর ইনস্টিটিউশনে মোট পরীক্ষার্থীর ছাত্র’র সংখ্যা ১৫৩ জন যার মধ্যে পরীক্ষায় বসেছে ১৫২ জন। মোট পরীক্ষার্থীর ছাত্রীর সংখ্যা ১৫৫ জন,। যার মধ্যে পরীক্ষায় বসেছে ১৫৩ জন। আজ সংবাদমাধ্যমকে এমনটাই জানান কৈলাসহর রাধা কিশোর ইনস্টিটিউশনের পরীক্ষা চলাকালীন সময়ের ভেনু সুপার দেবদাস সিনহা।