একবিংশ শতাব্দীর ভারত দারুণ গতিতে এগিয়ে চলেছে : প্রধানমন্ত্রী

আরামবাগ, ১ মার্চ (হি.স.): একবিংশ শতাব্দীর ভারত দারুণ গতিতে এগিয়ে চলেছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আমরা সবাই মিলে ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ার লক্ষ্য নির্ধারণ করেছি। দেশের দরিদ্র, কৃষক, মহিলা এবং যুবকরা আমাদের অগ্রাধিকার। আমরা দরিদ্রদের উন্নয়নে পদক্ষেপ নিয়েছি এবং বিশ্ব সেই পরিনাম দেখতে পাচ্ছে।” শুক্রবার হুগলির আরামবাগের জনসভা থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “গত ১০ বছরে দেশের প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্যতা থেকে বেরিয়ে এসেছেন। এতে বোঝা যাচ্ছে, আমাদের সরকারের নির্দেশনা সঠিক, নীতি সঠিক, সিদ্ধান্ত সঠিক, এর মূল কারণ হল উদ্দেশ্যগুলি সঠিক।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “দেশের অন্যান্য অঞ্চলে যে গতিতে রেলের আধুনিকীকরণ হচ্ছে, আমাদের প্রচেষ্টা হল পশ্চিমবঙ্গেও সেই গতিতে রেলের আধুনিকীকরণ ঘটানো।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে উন্নয়ন করা যায় তা ভারত বিশ্বকে দেখিয়েছে।” তিনি বলেছেন, “আজ এখানে ৭ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে রেল, বন্দর, পেট্রোল ও জলশক্তি। আমরা পশ্চিমবঙ্গের রেলওয়ের পরিকাঠামোকে একই গতিতে আধুনিকীকরণ করার জন্য মুখিয়ে আছি, যেভাবে দেশের অন্যান্য অংশে বিদ্যমান।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “পশ্চিমবঙ্গ ভারতের স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণার ভূমি। দাসত্বের বিরুদ্ধে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়া প্রত্যেক মহান ব্যক্তির স্বপ্ন ছিল ভারত উন্নয়নের নতুন উচ্চতা অর্জন করুক এবং আমি বলতে পারি যে বর্তমান ভারত তাঁদের সেই স্বপ্নই পূরণ করছে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *