নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের অধীনে ভার্চুয়ালি দেশের বেশ কিছু স্টেশনের পুনঃবিকাশ কর্মদ্যোগের সূচনা করেছেন। এছাড়াও কিছু রোড ওভার ব্রিজের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। অমৃত ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গের দক্ষিণ-পূর্ব রেলের অধীনে ২২টি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে আছে আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, জয়চন্ডীপাহাড়, বার্ণপুর, খড়গপুর, মেচেদা, তমলুক, ঝাড়গ্রাম, বাগনান, মেদিনীপুর, উলুবেড়িয়া, আদুল, পাঁশকুড়া, হিজলি, বেলদা, দীঘা, হলদিয়া, সুইসা, তুলিন এবং ঝালদা স্টেশন। এই স্টেশনগুলি পুনর্গঠনের জন্য ৫৯৭ কোটি টাকারও বেশি খরচ ধার্য করা হয়েছে। উত্তর সীমান্ত রেলের অধীন এ রাজ্যের ৬টি স্টেশনকে পুনরুজ্জীবনের জন্য বাছা হয়েছে। এগুলি হল – বালুরঘাট, ভালুকারোড, হরিশচন্দ্রপুর, কুমেদপুর, মালদা কোর্ট ও শিলিগুড়ি জংশন। এছাড়া রাজ্যের মোট ৪১ টি রোড ওভারব্রিজ ও আন্ডারপাসও তৈরি হবে। এর জন্য খরচ হবে ৪৯২ কোটি টাকারও বেশি।
সোমবার দিল্লি থেকে ভার্চুয়ালি ২০০০টি রেলের পরিকাঠামো প্রকল্প দেশকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ৫৫৩টি স্টেশনের পুনঃউন্নয়ন এবং আহমেদাবাদের কালুপুর রেলওয়ে স্টেশনের উদ্বোধন অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ৫৫৪টি রেলওয়ে স্টেশনের পুনঃউন্নয়ন ও ভারতীয় রেলের উপর ১৫০০টি রোড ওভার ব্রিজ/রোড আন্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী এদিন উত্তর প্রদেশের গোমতি নগর স্টেশনেরও উদ্বোধন করেছেন।