হামিরপুর, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেসকে এবার পিছনের দরজা দেখিয়ে দেবে জনগণ। কটাক্ষের সুরে বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। শনিবার হিমাচল প্রদেশের হামিরপুরে ত্রিদেব সম্মেলনে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “কংগ্রেস প্রথমে প্রতিশ্রুতি দেয়, তারপর পিছন দেখায়।”
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, “একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন ৫ লক্ষ সরকারি চাকরি যুবকদের দেওয়া হবে, তবে, তা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা অস্বীকার করছেন। ব্যালটের আগে তাঁরা বড় প্রতিশ্রুতি দেয় এবং পরে তাঁরা অস্বীকার করে, কংগ্রেসকে এবার পিছনের দরজা দেখিয়ে দেবে জনগণ।”