চেন্নাই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনই লক্ষ্য, চেন্নাইয়ে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। শুক্রবার ও শনিবার তামিলনাড়ুতে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছে নির্বাচন কমিশন। দু”দিনের পর্যালোচনা বৈঠকের পর শনিবার সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, “নির্বাচন কমিশন অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এবং সমস্ত কালেক্টর, সমস্ত এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে কথা হয়েছে, আমরা অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চাই। আমরা বলতে চাই যে নির্বাচনে অর্থের অপব্যবহার বরদাস্ত করা হবে না।”
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও বলেছেন, “আমাদের কিছু বুথ থাকবে বিশেষভাবে সক্ষম কর্মীদের দ্বারা পরিচালিত, কিছু মহিলাদের দ্বারা এবং কিছু যুবকদের দ্বারা। এই উদ্যোগ তাঁদের ক্ষমতায়নের জন্য… এটা তাঁদের ক্ষমতা এবং ক্ষমতায়নের একটি প্রদর্শনী। সমস্ত ভোটকেন্দ্রে পানীয় জল, বিদ্যুৎ, টয়লেট, র্যাম্প এবং হুইলচেয়ারের ক্ষেত্রে ন্যূনতম সুবিধা নিশ্চিত করা হবে।”