নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২১ ফেব্রুয়ারি: বহি:রাজ্য থেকে প্রতিনিয়তই নেশাজাতীয় সামগ্রী রাজ্যে নিয়ে আসা অব্যাহত রয়েছে। একাজে পুরুষদের পাশাপাশি মহিলারাও ক্রমাগত জড়িয়ে পড়তে শুরু করেছে। ত্রিপুরা থেকে অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে এসে ড্রাগস সংগ্রহ করে ফের নিজ গন্তব্যে ফেরা হল না ত্রিপুরার এক দম্পতির
আগাম খবরের ভিত্তিতে তারা ধরা পড়ে স্থানীয় পুলিশের পাতা জালে। ধৃতদের মধ্যে একজন পুরুষ ও অন্যজন মহিলা। তারা সম্পর্কে স্বামী স্ত্রী বলে জানা গেছে, সঙ্গে ছিল তাদের একটি শিশুও।
একান্ডে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি দীপক দাস জানান যে বুধবার দুপুরে একটি অটোতে করে ত্রিপুরার এই দম্পতি স্থানীয় কোনও এক গোপন ডেরা থেকে নিষিদ্ধ ড্রাগস সংগ্রহ করে বাইপাস সড়ক ধরে ত্রিপুরায় পৌছার মতলবে ওএনজিসি এলাকার উনামগাঁওয়ে পৌছালে আগাম খবরের ভিত্তিতে পুলিশ তাদের পাকড়াও করে তল্লাশি করে। এতে তাদের কাছ থেকে বিভিন্ন কালো রংয়ের প্লাষ্টিকের প্যাকেটে মোড়া মোট ১০ হাজার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়। যার কালোবাজারি মূল্য কুড়ি লক্ষাধিক টাকার মত হবে বলে জানিয়েছে পুলিশ ।
ধৃতদের মধ্যে রয়েছে বিলাল হোসেন ও তার স্ত্রী তসলিমা আক্তার।তাদের বাড়ি ত্রিপুরার বক্সনগরের কলমচোরায়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ কান্ডে স্থানীয় কে বা কারা জড়িত তাও পুলিশ তদন্ত করছে বলে ওসি জানিয়েছেন।