নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ ফেব্রুয়ারি: দুর্গাপুর এলাকা থেকে এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় কৈলাসহর মহিলা থানায় নিখোঁজ ডাইরি করা হয়।
প্রাপ্ত সংবাদে জানা যায় যে উত্তর জেলা ধর্মনগর পশ্চিম হাফলং এলাকার বাসিন্দা রঞ্জিত নাথ। কাজের সুবাদে বিগত কয়েক বছর ধরে কৈলাসহর দুর্গাপুর এলাকায় তার স্ত্রী এবং তিন সন্তান নিয়ে সে ভাড়া থাকে। জানা যায় যে চলতি মাসের ৭ তারিখ সকালবেলা রঞ্জিত নাথ কাজের সুবাদে তার ভাড়াবাড়ি থেকে সে বের হয়ে চলে যায়।
পরবর্তী সময় তার স্ত্রী রঞ্জিত নাথের বড় মেয়েকে বলে যে তিনি ডাক্তারের কাছে যাচ্ছে। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও পিনাকী নাথ আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করার পর রঞ্জিত নাথ তার স্ত্রীর কোন হদিস না পেয়ে কৈলাসহর মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে।
তবে এর পিছনে কি কারন রয়েছে সেই সম্পর্কে কিছুই আঁচ করতে পারছেন না রঞ্জিত। পুলিশ আদৌ নিখোঁজ মহিলাকে খুঁজে বের করতে পারে কি না সেটাই দেখার।