আগরতলা, ১২ ফেব্রুয়ারি: সকাল থেকে তিপ্রামথার ছাত্র সংগঠন টিআইএসএফের ডাকা বনধের প্রভাব পড়েছে রাজ্যের রেল পরিষেবায়। বিভিন্ন জায়গায় রেললাইনে বসে পিকেটিং শুরু করেছেন টিআইএসএফের অবরোধকারীরা।
এর ফলে সকাল থেকেই রেল চলাচলে ব্যাঘাত ঘটেছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। আগরতলা থেকে করিমগঞ্জ যাওয়ার লোকাল ট্রেনটি অবরোধের ফলে প্রভাবিত হয়েছে। এই ট্রেনের জিরানিয়া তেলিয়ামুড়া সেকশনে অবরোধ করেছেন অবরোধকারীরা। যার ফলে আটকে গেছে আগরতলা থেকে করিমগঞ্জগামী লোকাল ট্রেন।
একইভাবে ধর্মনগর থেকে আগরতলা আগত সকালের লোকাল ট্রেনটি মুঙ্গিয়াকামী তেলিয়ামুড়া সেকশনে বাধাপ্রাপ্ত হয়েছে। এছাড়া মনু আমবাসা সেকশনেও রেল লাইনে পিকেটিং করেছেন অবরোধকারীরা। সোমবার সকাল থেকে অবরোধের জোরে আগরতলা থেকে করিমগঞ্জগামী এবং করিমগঞ্জ থেকে আগরতলা আগত ট্রেনটি বাতিল করা হয়েছে। একইভাবে ধর্মনগর থেকে আগরতলা আগত লোকাল ট্রেনটি আমবাসায় আটকে গেছে।
এছাড়াও এই ধর্মঘটের ফলে শিলচর-আগরতলাগামী ট্রেনটিকে ধর্মনগর পর্যন্ত যাতায়াত করার নির্দেশ দেওয়া হয়েছে সাময়িক সময়ের জন্য। আগরতলা-শিলচরগামী ট্রেনটি বাতিল করা হয়েছে হয়েছে। এদিকে আগরতলা-সাব্রুম এবং সাব্রুম-আগরতলা ট্রেনটিও একইভাবে প্রভাবিত হয়েছে। এদিকে, বেঙ্গালুরু-আগরতলা হামসফর এক্সপ্রেস বদরপুর স্টেশনে থামিয়ে রাখা হয়েছে।