কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্যপালের কনভয়ের সঙ্গেই ছিল সংবাদ মাধ্যম। কিন্তু হঠাৎই মীনাখার বামণপুকুর এলাকায় আটকে দেওয়া হল সংবাদ মাধ্যমকে। রাজ্যপালের গাড়ির কনভয় ছেড়ে দেওয়া হলেও সংবাদ মাধ্যমকে আগে যেতে দেওয়া হল না। সন্দেশখালিতে ১৪৪ ধারা লাগু থাকায় তাদের যেতে দেওয়া যাবে না স্পষ্ট জানিয়ে দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে পাল্টা জানানো হয় ১৪৪ ধারা লাগু থাকায় সংবাদ মাধ্যমের যেতে কোনো বাধা নেই।
এর আগেও একাধিকবার সংবাদ মাধ্যম সেই এলাকায় প্রবেশ করেছে। কিন্তু এখন তাদের বাধা দেওয়া হচ্ছে কেনো? যদিও পুলিশের কাছ থেকে এর কোনো সুস্পষ্ট জবাব মেলেনি। এদিকে শুধু পুলিশ নয় সংবাদ মাধ্যমের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরাও। তারাও ওই অঞ্চলটি প্রায় অবরুদ্ধ করে রেখে দেয়। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা এই প্রথম নয়, বর্তমান তৃণমূল সরকারের আমলে যেকোনো প্রতিবাদ আন্দোলনকে সংবাদ মাধ্যম তুলে ধরতে গেলেই তাদের প্রতিহত করার চেষ্টা করা হয়।