নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ জুলাই ৷৷ লালসিংমুড়া বাজারে এক দোকানে চুরি৷ ঘটনাটি ঘটে লালসিংমুড়া বাজারে শুক্রবার গভির রাতে একটি ভ্যারাইটিজ দোকানে চুরি হয়৷ শনিবার সকাল বেলা দোকান মালিক রিতন দেবনাথ খবর পেয়ে ছুটে আসে৷ ছুটে এসে দেখেন তার দোকানের সাটার ভাঙ্গা৷ মালিক রিতন দেবনাথ জানান যে শুক্রবার দিন রাত ১০৩০ মিনিটে দোকান বন্ধ করে বাড়িতে যান৷ শনিবার দিন সকালে এসে দেখেন যে দোকানের সাটার ভেঙ্গে আছে৷ তখন তিনি বিশালগড় থানা খবর দেয় বিশালগড় থানা পুলিস এসে ঘটনাস্থালটি দেখেন৷ মালিক রিতন দেবনাথ জানান যে ৩৫,০০০ টাকা মোবাইলের রিচার্স কাট ১৫,০০০ টাকা ও একটি ক্যামেরা সহ আরো অন্যান্য জিনিস চুরি করে নিয়ে যায়৷ প্রায় ১লক্ষ টাকা জিনিস চুরী হয়েছে বলে জানান৷ রিতন দেবনাথ দোকানে মালিককের কারা চুরি করেছে৷ এমন কাউকে সন্দেহ করতে পারছেননা৷ এলাকার এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়৷
2016-07-17

