বেগুসরাই, ১১ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেস নেতৃত্ব তথা কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। রবিবার বিহারের বেগুসরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি উন্নয়নের, আর ইউপিএ আমলে সবক্ষেত্রেই দুর্নীতি হয়েছে।”
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে গিরিরাজ সিং বলেছেন, “রাহুল গান্ধীর রাজনীতি চলে সোশ্যাল মিডিয়ায়, সেখানে তিনি বাজে কথা বলেন, উল্টো দিকে প্রধানমন্ত্রী মোদী শুধু কাজ করেন। চাঁদ থেকে বুলেট ট্রেন এবং সংসদ তৈরি থেকে ৫০ হাজার গ্রাম পঞ্চায়েত পর্যন্ত, মোদীর উন্নয়নের স্বপ্ন রয়েছে।” বিহারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গিরিরাজ সিং বলেছেন, “তেজস্বী এবং লালু যাদব নিজেদের বিধায়কদের বিশ্বাস করেন না এবং তাই তাঁরা (বিধায়করা) খাঁচায় বন্দী…কিন্তু কেউ আর খাঁচায় বন্দী হতে চায় না।”