প্রধানমন্ত্রী মোদী কখনও জাতিগত জনগণনা হতে দেবেন না, যেহেতু তিনি ওবিসি নন : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী মোদী কখনও জাতিগত জনগণনা হতে দেবেন না, যেহেতু তিনি ওবিসি সম্প্রদায়ে জন্মগ্রহণ করেননি। জোর দিয়ে বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার ওডিশার ঝারসুগুড়ায় কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন রাহুল গান্ধী বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী ওবিসি ক্যাটাগরিতে জন্মগ্রহণ করেননি। তিনি গুজরাটে তেলি জাতিতে জন্মগ্রহণ করেন। ২০০০ সালে বিজেপি এই সম্প্রদায়কে ওবিসি ট্যাগ দিয়েছিল। তিনি সাধারণ জাতিতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি নিজের সারা জীবনে জাতিগত জনগণনা হতে দেবেন না, কারণ তিনি ওবিসিতে জন্মগ্রহণ করেননি, তিনি সাধারণ জাতিতে জন্মগ্রহণ করেছিলেন।”

দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, “দেশে এখন ভয়াবহ সামাজিক অবিচার চলছে। আপনারা জিএসটি প্রদান করেন এবং আদানির মতো লোকেরা তা উপভোগ করেন। কারণ আদানি খনি কেনে, রাস্তা ও সেতুর জন্য টেন্ডার নেয় এবং মিডিয়া নিয়ন্ত্রণ করে। তখন একই মিডিয়া আমাদের প্রশ্ন করে, কেন আপনারা জাতিগত জনগণনার কথা বলছেন?”