মুম্বই, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : দুর্ঘটনার পর সুস্থ হয়ে আইপিএলের মাধ্যমে ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ঋষভ পন্থ। তবে ঋষভ গোটা আইপিএলেই খেলবেন বলে মনে করছেন দিল্লি কোচ রিকি পন্টিং। তবে তিনি মনে করছেন পন্থ হয়তো শুধু ব্যাটসম্যান হিসাবেই খেলবেন, উইকেটকিপিং করবেন না। এপ্রসঙ্গে পন্টিং বলেছেন, “আইপিএলে খেলার ব্যাপারে ঋষভ আত্মবিশ্বাসী। কিন্তু কোন ভূমিকায় ওকে আইপিএলে দেখা যাবে তা এখনও বলা যাচ্ছে না।”
সেইসঙ্গে পন্টিং বলেছেন, “ সব ম্যাচে না হলেও, যদি ১০টা ম্যাচেও ও খেলে তাহলে সেটাই আমাদের কাছে বড় পাওনা।”

