রাঁচি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেনকে আবারও ৫-দিনের জন্য নিজেদের হেজাফতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগের ৫-দিনের ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বুধবার হেমন্ত সোরেনকে রাঁচির বিশেষ পিএমএলএ আদলতে পেশ করা হয়, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এদিন ৫ দিনের জন্য ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
জমি জালিয়াতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গত সপ্তাহের বুধবার রাতে গ্রেফতার করা হয় হেমন্ত সোরেনকে। এর আগে গত ২ ফেব্রুয়ারি হেমন্তকে ৫-দিনের জন্য ইডি-র হেফাজতে পাঠানো হয়েছিল। সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বুধবার ফের তাঁকে আদালতে পেশ করা হয়। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এদিন ৫ দিনের জন্য ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

