আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল বুমরাহ-এর

দুবাই, ৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতের ১ নম্বর পেসার যশপ্রীত বুমরাহ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান দখল করলেন। বিশাখাপত্তনমে বুমরাহর দুরন্ত পারফরম্যান্স তাঁকে নিয়ে গেল আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। ভারতীয় পেসারদের মধ্যে বুমরাহই প্রথম যিনি আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছলেন। এর আগে কোনও ভারতীয় পেস বোলার এমন নজির গড়তে পারেননি।

সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে টেস্টে বুমরাহই এখন একনম্বর বোলার। গত বছরের মার্চ থেকে অশ্বিন একনম্বরে ছিলেন। অশ্বিন নেমে গেছেন তিন নম্বরে। দুনম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও হ্যাজলউড রয়েছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *