মিজোরামে ৩১ কোটি টাকার ড্ৰাগস সমেত গ্রেফতার মহিলা সহ দুই

আইজল, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : মিজোরামে ৩১.১১৫ কোটি টাকা মূল্যের ১০.৩৮৫ কিলোগ্ৰাম মাদক ‘ক্রিস্টাল মেথ’ সমেত পুলিশ গ্রেফতার করেছে এক মহিলা সহ দুজনকে।

রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল প্ৰায় ১০:৩০ মিনিট নাগাদ সিআইডি (এসবি) এবং চাম্পাই জেলা ডিইএফ-এর যৌথ দল জোখাওথার থানার অধীন মেলবুক এলাকায় অভিযান চালিয়েছিল। অভিযানে দুই মাদক কারবারির হেফাজত থেকে ১০ প্যাকেটে ১০.৩৮৫ কিলোগ্রাম ওজনের ‘ক্রিস্টাল মেথ’ বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত মাদকদ্ৰব্যগুলির আন্তর্জাতিক বাজারমূল্য কমপক্ষে ৩১.১১৫ কোটি টাকা।

মহিলা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের লেংপুই এলাকার বাসিন্দা জনৈক জেডডি লালভুঙ্গার মেয়ে মালসাওমজুয়ালি (৩৮) এবং একই এলাকার বাসিন্দা লালথলামুয়ানার ছেলে লালচান্দামা (১৯) বলে শনাক্ত করা হয়েছে।

ধৃতদের বিরুদ্ধে জোখাওথার থানায় ৬/২০২৪ নম্বরে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর ২২ (সি)/২৯ ধারায় মামলা রুজু করা হয়েছে, জানিয়েছে জেলা পুলিশের সূত্র।