আগরতলা, ৫ ফেব্রুয়ারি : খেলাধূলার মাধ্যমেই সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে হবে। ছাত্রছাত্রীদের নেশা থেকে বিরত থাকতে হবে। আজ ৯-বনমালীপুর বিধানসভার অন্তর্গত রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬০ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে একথা বলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য।
এদিন অনুষ্ঠানে রাজীব ভট্টাচার্য্য এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা।
এদিন শ্রী ভট্টাচার্য্য বলেন, সমস্ত ছাত্রছাত্রীর মনোবলকে বৃদ্ধি করতে হবে। পাশপাশি তাঁদেরকে নেশা থেকে বিরত থাকার দিকে লক্ষ্য রাখতে হবে. তাহলেই এক ত্রিপুরা শ্রেষ্ট ত্রিপুরা গড়তে সম্ভব হবে।