কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তারক্ষীর রহস্যজনক মৃত্যু হয়েছে। কলকাতার কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের ২ নম্বর গেটের সামনে থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু নাকি অন্য কিছু, তা এখনও স্পষ্ট নয়। পার্ক স্ট্রিট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
শনিবার সকালে হস্টেলের নিরাপত্তারক্ষীরা প্রথম দেহ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পার্ক স্ট্রিট থানার পুলিশ। আসেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকেরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক অনুমান, হস্টেলের চার তলা থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ওই দেহরক্ষীর। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম জয়দেব ঘড়াই। আত্মহত্যা, না কি দেহরক্ষীর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সেটা তদন্ত করে দেখছে পুলিশ। শুধু তা-ই নয়, সকলের নজর এড়িয়ে জয়দেব কী ভাবে পড়ে গেলেন বা ঝাঁপ দিলেন, তা-ও পুলিশ খতিয়ে দেখছে।

