নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুলাই ৷৷ উত্তরের কদমতলাত এক ভয়াবহ দুর্ঘটনা৷ মেশিন দিয়ে আখের রস বের করে বিক্রি করার সময় মেশিনের ভেতর ডান হাতের অর্ধেক অংশ ঢুকে যায়৷ আর তাতে ডান হাতের পাঁচটি আঙুল কেটে নেয় রস বের করার মেশিন৷ ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন ঐ রস বিক্রেতা৷ ঘটনাটি ঘটেছে কদমতলা বাজারে৷ আজ সকাল ১১৩০মিনিট এর সময় কদমতলা থানাধীন আমটিলার নারায়ণ নাথ (২৪) প্রতিদিনের মতো পেটের টানে এক মাত্র অর্থ উপার্জনের এই মেশিন নিয়ে কমদতলা সুকলের পাশে বসে আখের রস বিক্রি করছিলেন৷ হঠাৎ মেশিনের ভেতর আখ দিতে গিয়ে তার ডান হাত মেশিনের ভেতর ঢুকে যায়৷ সাথে সাথে চিৎকার দিলে আশপাশের লোকজনরা ছুটে এসে রস বিক্রেতা নারায়নের হাত মেশিনের ভেতর থেকে বের করতে চাইলে ব্যর্থ হন৷ সাথে সাথে কদমতলা থানা এবং প্রেমতলা দমকল বাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা৷ উনারা ও এসে ব্যর্থ হন৷ প্রায় ঘন্টা দেড় এক পর ঐ মেশিনের মেকানিক্স এনে মেশিনটিকে সম্পূর্ণ খুলে রস বিক্রেতার ডান হাত বের করা হয়৷ তারপর আহত নারায়ণ নাথকে কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা রস বিক্রেতার অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷ বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় নারায়ণ নাথের চিকিৎসা চলছে৷
2016-07-12

