দেহরাদূন, ৩১ জানুয়ারি (হি.স.) : উত্তরাখণ্ডে শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালু হবে, বুধবার একথা জানান উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি এদিন জানান, অভিন্ন দেওয়ানি বিধি চালুর ক্ষেত্রে উত্তরাখণ্ডই দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে বিবেচিত হবে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বুধবার জানান, উত্তরাখণ্ড সরকার লোকসভা নির্বাচনের আগে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার প্রস্তুতি শুরু করেছে। তিনি আরও জানিয়েছেন, এ জন্য ৩ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকও ডাকা হয়েছে। ধামি আরও বলেন, অভিন্ন দেওয়ানি বিধির জন্য গঠিত কমিটি আগামী ২ ফেব্রুয়ারি সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে। এই আইনের কারণে ৩ ফেব্রুয়ারী মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে ইউসিসি-এর খসড়া অনুমোদনের পাশাপাশি আলোচনা করা হবে। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ অধিবেশনে ইউসিসি বিল পাস করে রাজ্যে কার্যকর করার জন্য কাজ শুরু করবে।
2024-01-31