আলিপুরদুয়ার, ৩০ জানুয়ারি (হি. স.) : সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেটসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদারিহাট থানার পুলিশ। ধৃতের নাম ইমরান আলী। সে শিশুবাড়ী সংলগ্ন মধ্য রাঙালীবাজনার বাসিন্দা।
মাদারিহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিংমা শেরপা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার রাতে ১৭ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ ও ৯৬০টি নেশাজাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। একজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।