আগরতলা, ২৯ জানুয়ারি: আমতলী মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার দাবিতে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল পুলিশের মারে আক্রান্ত ডা. কৌশিকের বাবা সহ এলাকাবাসীরা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অভয়নগরে প্রসূন কান্তি ত্রিপুরার ছেলে ও মেয়েকে গণপিটুনির অভিযোগ উঠেছিল। আহত অবস্থায় দু’জনকেই নিয়ে যাওয়া হয়েছিল জিবিপি হাসপাতালে। বৃহস্পতিবার রাতে এই ঘটনার খবর পেয়ে আমতলীর এসডিপিও প্রসুন কান্তি ত্রিপুরা জিবিপি হাসপাতালে ছুটে গিয়েছেন। ওই ঘটনায় কৌশিক দেবনাথ নামে জনৈক ডাক্তারকে গ্রেফতার করা হয়েছিল। পেশায় তিনি আয়ুর্বেদিক চিকিৎসক।
পরর্বতী সময়ে কৌশিক দেবনাথের পরিবারের পক্ষ থেকে প্রসূন কান্তি ত্রিপুরার বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে। কৌশিকের বাবার অভিযোগ, ওই রাতে কৌশিককে বিনা কারণে বেধড়ক মারধর করা হয়েছিল। তাঁর দাবি, ওই দিন রাতে প্রসূন কান্তি ত্রিপুরার মেয়ে ও পুত্র মদমত্ত অবস্হায় ছিল। ওই ঘটনার সাথে কৌশিক কোনোভাবেই জড়িত নয়। কিন্তু তারপর তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে।
আজ আমতলী মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার দাবিতে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল কৌশিকের বাবা সহ এলাকাবাসীরা।

