মস্কো, ৯ জুলাই (হি.স.) : যুক্তরাষ্ট্রে নিযুক্ত দুই রাশিয়ার কর্তাকে প্রত্যাহার করল মার্কিন সরকার| গত ১৭ জুন তাদের দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে|
মস্কোর যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে মার্কিন কর্তার ওপর হামলা চালায় রাশিয়ার পুলিশ| এ হামলার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র| শনিবার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবে এই খবর জানিয়ে বলেছেন, সম্প্রতি মস্কোর যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে হামলার ঘটনা ঘটে| ওই সময় রাশিয়ার পুলিশ ওই মার্কিন কর্তার ওপর হামলা চালায়|
এদিকে যুক্তরাষ্ট্রের এমন দাবি অস্বীকার করেছে মস্কো| মস্কোর দাবি, ওই কর্তা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর হয়ে কাজ করতেন এবং তিনি পরিচয়পত্র দেখাতে অস্বীকার করেন|
2016-07-09
