নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): আবারও পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত দুষ্কৃতী ধনিরাম মিত্তল (৭৭) ওরফে `সুপার নটবরলাল’| পুলিশ সূত্রের খবর, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, চণ্ডীগড় ও পঞ্জাবের বিভিন্ন জায়গা থেকে পঁাচ দশকেরও বেশি সময় ধরে গাড়ি চুরি করে যাচ্ছিল ধনিরাম| গত ২ মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছিল সে| তারপর গত সোমবার দিল্লির পশ্চিম বিহার অঞ্চল থেকে একটি গাড়ি চুরি করে সে| এরপর মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে|
পেশায় আইনজীবী ধনিরামের বিরুদ্ধে শুধুমাত্র দিল্লিতেই ১৩০টি গাড়ি চুরি করার অভিযোগ রয়েছে|
2016-07-09

