নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): দেশবাসী ভারতকে নতুন করে আবিষ্কার করেছে। বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর কথায়, যে সমস্ত বীরদের ভুলে যাওয়া হয়েছিল, তাঁদের স্মরণ করছে দেশ। প্রজাতন্ত্র হিসেবে ভারতের ৭৫-তম বর্ষকে স্মরণ করে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বুধবার নতুন দিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে বর্ষব্যাপী কর্মসূচি ‘হামারা সংবিধান, হামারা সম্মান’-এর শুভসূচনা করেছেন। পাশাপাশি ন্যায় সেতু নামে একটি টেলি-সুবিধা পরিষেবাও সূচনা করেছেন। এই অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি বলেছেন, “যারা আমাদের গর্বিত ভারতীয় করেছেন, তাঁদের স্মরণ করার জন্য অমৃতকাল একটি দুর্দান্ত উপলক্ষ হিসাবে ব্যবহৃত হয়েছে। আমরা নিজেদের ভারতকে আবেগের সঙ্গে, জাতীয়ভাবে নতুন করে আবিষ্কার করেছি! ‘পরাক্রম দিবস’ এবং ‘জনজাতি গৌরব দিবস’-এর মাধ্যমে নেতাজি ও বিরসা মুণ্ডার প্রতি ন্যায়বিচার করা হয়েছে।”
উপ-রাষ্ট্রপতি বলেছেন, “আমাদের সংবিধানের মেরুদণ্ড খুবই শক্তিশালী। জরুরি অবস্থা ঘোষণা ছিল আমাদের সাংবিধানিক ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময় এবং আমাদের ৫০০০ বছরের মহৎ সভ্যতার যাত্রায় একটি দাগ।” ধনখড় বলেছেন, “২২ জানুয়ারি আমরা দেবত্বের সঙ্গে একটি চেষ্টা করেছি! এ দেশের ইতিহাসে দিনটি লেখা থাকবে। অযোধ্যাধামে ‘রামলালা’-র প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান বুঝিয়ে দিল, এই দেশ আইনের শাসনে বিশ্বাস করে। এটি ভারতীয় সংবিধান প্রণেতাদের ইচ্ছার প্রতিফলন ঘটায়।” উপ-রাষ্ট্রপতি বলেছেন, “যে সমস্ত বীরদের ভুলে যাওয়া হয়েছিল, তাঁদের স্মরণ করছে দেশ। দেশবাসী ভারতকে নতুন করে আবিষ্কার করেছে।”

