৫০০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে: রাজীব চন্দ্রশেখর

আগরতলা, ২০ জানুয়ারি : আগামী ২২ জানুয়ারি ৫০০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বহু প্রতিক্ষিত রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। গোটা ভারতবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। আজ ইন্দ্রনগর কালীমন্দিরে স্বচ্ছতা অভিযানে যোগ দিয়েছেন কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যমশীলতা প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে যাচ্ছে বহু প্রতিক্ষিত রাম মন্দির। এদিন রামলালার বিগ্রহে প্রান প্রতিষ্ঠিত হবে। সেদিনটিকেসামনে রেখে সারা দেশের সাথে রাজ্যেও চলছে নানা কর্মসূচি।

এদিন তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাম লালার আগমনের প্রাকমুহুর্তে দেশের সমস্ত মন্দির প্রাঙ্গণ সেজে উঠবে স্বচ্ছতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *