আবগারি নীতি কেলেঙ্কারি মামলা : ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল সঞ্জয় ও সিসোদিয়ার বিচারবিভাগীয় হেফাজত

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আম আদমি পার্টি (এএপি)-র নেতা সঞ্জয় সিংয়ের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এছাড়াও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এএপি নেতা মনীশ সিসোদিয়ারও বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সঞ্জয় ও সিসোদিয়াকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

প্রসঙ্গত, বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ সমাপ্ত হওয়ায় শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে পেশ করা হয় সঞ্জয় সিং ও মনীশ সিসোদিয়াকে। উভয়কেই আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। অন্যদিকে, সর্বেশ মিশ্র ও অমিত অরোরার জামিনের আবেদনের শুনানি আপাতত আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত রেখেছে আদালত।