গুয়াহাটি, ০৭ জুলাই, (হি.স.) : বাংলাদেশে উপর্যুপরি সন্ত্রাসী নাশকতার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী ভারতের বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কেন্দ্রের এই নির্দেশের পর অসমের দক্ষিণ শালমারা-মানকাচর, ধুবড়ি, কাছাড় ও করিমগঞ্জ জেলার উন্মুক্ত এবং নদী সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তুলেছে বিএসএফ। নদীপথে স্পিডবোট, উন্মুক্ত চর এলাকাগুলিতে বিএসএফ বিনিদ্র প্রহরা দিচ্ছে ২৪ ঘণ্টা। তাছাড়া বিভিন্ন এলাকায় কাটাতারের বেড়া সীমান্তেও টহল দিচ্ছেন জওয়ানরা।
2016-07-07

