মালদা, ১৯ জানুয়ারি (হি.স.) : মালদার চাঁচল কলেজে হাতেনাতে ভুয়ো পরীক্ষার্থী ধরলেন পরীক্ষক। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কলেজের তরফে ভুয়ো পরীক্ষার্থীকে চাঁচল থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
কলেজ সূত্রে জানা গিয়েছে,এদিন বিএ জেনারেলের পঞ্চম সেমিস্টারের বাংলা বিষয়ের পরীক্ষা দিতে আসে।সেই সময় নকল এডমিট দেখে সন্দেহের দানা বাঁধে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস কন্ট্রোল রুমে সেটি পাঠালে,জানানো হয় সেটি জাল।সেই মুহুর্তেই ওই ভুয়ো পরীক্ষার্থীকে আটক করে কলেজ কর্তৃপক্ষ।কলেজের তরফে জানানো হয়, এডমিট কার্ডে ছাত্রীর নাম রয়েছে কিন্তু ছবিটি ভুয়ো পরীক্ষার্থী ওই ছেলের। আদতে সেটি ছাত্রী পুস্পা চৌধুরীর এডমিট কার্ড বলে জানানো হয়।