আগরতলা, ১৯জানুয়ারি : জনজাতি গোষ্ঠীর জন্য ককবরক ভাষাকে আগামীদিনে আরও শক্তিশালী করা হবে। শুধু তাই নয়, তাঁদের জন্য সরকার শিক্ষা থেকে শুরু করে সমস্তকিছু অগ্রাধিকারের ভিক্তিতে দেখছে। ককবরক ভাষা দিবসে একথা দ্ব্যর্থহীন ভাষায় বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
প্রসঙ্গত, আজ ত্রিপুরায় ৪৬ তম ককবরক ভাষা দিবস সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। রাজ্যে এই দিনটিকে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত করা হচ্ছে। এ উপলক্ষ্যে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। শুক্রবার সকালেএই উপলক্ষ্যে সুন্দর একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ওই শোভাযাত্রায় সামিল হয়েছেন। রাজধানী আগরতলার রবীন্দ্রশতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রার সূচনা হয়েছে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে এসে তা সমাপ্ত হয়েছে।