নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ বাংলাদেশে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে মঙ্গলবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে বাম গণতান্ত্রিক দলগুলো৷ এদিন এক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিল থেকে বাংলাদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করার জোরালো দাবি জানানো হয়৷ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কোন ধরনের অঘটন ঘটলে তার বিষাক্ত হাওয়া আমাদের গায়েও আঘাত করে৷ তাদের দুঃখে আমরাও সমভাবে ব্যথিত৷ বাংলাদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে৷ গত রবিবার রাতে বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে একটি রেস্তোরায় সন্ত্রাসবাদীরা বিদেশি নাগরিকদের বন্দী করে নৃশংসভাবে হত্যা করেছে৷ এধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ শুধু বাংলাদেশের জন্যই আতঙ্কের কারণ নয়৷ গোটা বিশ্বের জন্যই এধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ তীব্র আতঙ্কের৷ আমাদের রাজ্যেও সন্ত্রাসবাদীদের বিভিন্ন রাজনৈতিক দল মদত দিয়ে চলেছে৷ এদের সম্পর্কে সতর্ক থাকতে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ বাংলাদেশের সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রতিবাদে রাজ্যেও প্রতিবাদ বিক্ষোভে সামিল হওয়ার জন্য তিনি শান্তিকামী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷