গুরুভায়ুর ও শ্রী রামাস্বামী মন্দিরে পুজো দিলেন মোদী, দেশবাসীর মঙ্গল কামনায় করলেন প্রার্থনা

ত্রিশুর, ১৭ জানুয়ারি (হি.স.): দু’দিনের দক্ষিণ ভারত সফরের অন্তিম দিন, বুধবার কেরলের দু’টি মন্দিরে পূজার্চনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে সর্বপ্রথম ত্রিশুর জেলার গুরুভায়ুর মন্দিরে পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। যথোচিত ধর্মীয় মর্যাদায় গুরুভায়ুর মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পুজো দেন ত্রিশুর জেলার থ্রিপ্রয়ার শ্রী রামাস্বামী মন্দিরে। দুই মন্দিরে পুজো দিয়ে সমস্ত দেশবাসীর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

গুরুবায়ুর মন্দির পরিদর্শন করার সময়, মন্দিরে নববিবাহিত দম্পতিদের আশীর্বাদ করেন প্রধানমন্ত্রী মোদী। থ্রিপ্রয়ার শ্রী রামস্বামী মন্দিরে ‘মালায়ালম রামায়ণ’ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনকারী শিল্পীদের অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “পবিত্র গুরুভায়ুর মন্দিরে প্রার্থনা করেছি। এই মন্দিরের ঐশ্বরিক শক্তি অপরিসীম। প্রত্যেক দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করছি।” এদিন সকালে গুরুভায়ুর মন্দিরে প্রবেশের সময় প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দুই ধারে উপস্থিতি ছিল বিপুল সংখ্যক মানুষের।