মাঠ থেকে উদ্ধার বাবা, ছেলে-মেয়ের দেহ, উত্তেজনা নৈহাটিতে

উত্তর ২৪ পরগনা, ১৬ জানুয়ারি, (হি.স.): মাঠে একটি গাছে ঝুলছে বাবার দেহ। পাশে মৃত ছেলে ও মেয়ে মাটিতে পড়ে রয়েছে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নৈহাটির শিবদাসপুর থানার এলাকার রামচন্দ্রপুর গ্রামে।

স্থানীয় সূত্রে থেকে জানা গেছে, মৃত ব্যক্তির নাম জ্যোতিপ্রকাশ মণ্ডল। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। মেয়ে লাজবন্তীর বয়স ৯, ছেলে জয়মাল্যের বয়স ১৩। পরিবারের সদস্যদের অনুমান ছেলে মেয়েকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন জ্যোতিপ্রকাশ।

মৃতের বাবা জানিয়েছেন, সোমবার বিকেলে জ্যোতিপ্রকাশ ছেলে-মেয়েকে নিয়ে বাইরে বেরিয়েছিলেন। বাড়িতে বলেছিলেন, ঘুরতে যাচ্ছে। জ্যোতিপ্রকাশের স্ত্রী লাবণী সে সময় বাড়িতে ছিলেন না। তাঁর ঠাকুমা মারা যাওয়ায় স্বামীর কাছে ছেলে-মেয়েদের রেখে সেখানে গিয়েছিলেন।

রাত পর্যন্ত সন্তানদের নিয়ে জ্যোতিপ্রকাশ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। এলাকায় খোঁজ খবর নিতে শুরু করেন তাঁরা। কিন্তু তিনজনেরই সন্ধান মেলেনি। তাই সকাল হওয়ার অপেক্ষা করতে থাকেন। মঙ্গলবার সকাল আটটা নাগাদ বাড়ির লোকেরা তিনজনের মৃত্যু সংবাদ পান।